নর্মদা নদীর উপর তৈরি দেশের সর্ববৃহৎ সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Sep 2017 12:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
৬৭ বছরে জন্মদিনে মা হীরা বেনের থেকে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদি। মায়ের সঙ্গে দেখা করতে গুজরাতের গাঁধীনগরে যান প্রধানমন্ত্রী। এরপর জন্মদিনে নর্মদা নদীর উপর তৈরি দেশের সর্ববৃহৎ সর্দার সরোবর বাঁধের উদ্বোধন করেন তিনি। ১৯৬১ সালে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন জওহরলাল নেহরু। কংক্রিট ব্যবহারের হিসাবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। কেন্দ্রের দাবি, এর ফলে গুজরাত-সহ দেশের চারটি রাজ্যে কৃষেসেচের ক্ষেত্রে উপকৃত হবে। বাঁধের উচ্চতা বাড়িয়ে ১৩৮.৬৮ মিটার করা হয়েছে। আর তা নিয়েই অতীতে তৈরি হয়েছিল বিতর্ক। বাঁধ নির্মাণের ফলে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে বলে আশা সরকারে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে পুজোও দিয়েছেন নরেন্দ্র মোদি।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in