পিপিএফেও কমল সুদের হার, ৭.৮ শতাংশ থেকে কমে সুদের হার ৭.৬ শতাংশ, শুনব গ্রাহকদের প্রতিক্রিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2018 05:00 PM (IST)
পিপিএফেও কমল সুদের হার। ৭.৮ শতাংশ থেকে কমে সুদের হার ৭.৬ শতাংশ। গত জানুয়ারিতেই চালু হয়ে গিয়েছে নতুন সুদের হার। আপাতত নতুন সুদের হার লাগু আগামী মার্চ পর্যন্ত।