শিল্পায়নের দাবিতে হুগলির সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত লং মার্চ বাম কৃষক সংগঠনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2018 01:03 PM (IST)
শিল্পায়নের দাবিতে হুগলির সিঙ্গুর থেকে রাজভবন অভিযান বামেদের। সিঙ্গুরে যাঁরা জমি ফেরত পেয়েছেন, তাঁদের জমি চাষযোগ্য করতে হবে। গোটা রাজ্যে শিল্প গড়তে হবে। এই দাবিতেই সিঙ্গুর থেকে রাজভবন পর্যন্ত বামেদের কৃষক সংগঠনের লং মার্চ। আজ ডানকুনি পর্যন্ত যাবে বামেদের এই পদযাত্রা। আগামীকাল হাওড়ার বালি থেকে ফের পদযাত্রা শুরু হবে। শেষ হবে রানি রাসমনি অ্যাভিনিউতে। সেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে।