পুরুলিয়ার আড়শার বীরচালি গ্রামের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা অব্যাহত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2018 12:09 AM (IST)
দোরগোড়ায় আরও একটা ভোট। কিন্তু, পুরুলিয়ার আড়শার বীরচালি গ্রামের বাসিন্দাদের পানীয় জলের সুব্যবস্থা হল না আজও। গ্রামের ২টি নলকূপ প্রায়ই খারাপ হয়ে পড়ে থাকে। অগত্যা নদীর বুক থেকে বালি খুঁড়ে পানীয় জল সংগ্রহ করতে হয় প্রান্তিক মানুষগুলোকে!!