নীরব মোদীকে গ্রেফতারির দাবিতে বেলদায় পিএনবি শাখর বাইরে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Feb 2018 04:21 PM (IST)
নীরব মোদীকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ জেলাতে। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদায় পিএনবির খালিনা শাখায় স্বনির্ভর গোষ্ঠীর শতাধিক মহিলাকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান মহিলা তৃণমূলকর্মীরা। ব্যাঙ্ক ম্যানেজারকে দেওয়া হয় স্মারকলিপি।