গতকাল সন্ধেতেই সংযুক্ত আরব আমীরশাহীতে পৌঁছলেন রাহুল গাঁধী, দুবাই ও আবু ধাবিতে আজ ও কাল দু’দিন থাকবেন তিনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jan 2019 01:45 PM (IST)
গতকাল সন্ধেতেই সংযুক্ত আরব আমীরশাহীতে পৌঁছলেন রাহুল গাঁধী। দুবাই ও আবু ধাবিতে আজ ও কাল দু’দিন থাকবেন তিনি। তাঁর সঙ্গে কথা হতে পারে ইউএই-র বেশ কয়েকজন মন্ত্রীর। ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলবেন কংগ্রেস সভাপতি। রাহুলকে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। তাঁর নামে বিমানবন্দর ও তার বাইরে রীতিমতো জয়ধ্বনি দিতে দেখা গিয়েছে স্থানীয়দের। এখানে আপনাদের কথা শুনতে এসেছি, নিজের কথা বলতে আসিনি, বললেন কংগ্রেস সভাপতি। যতটুকু পারি আপনাদের সাহায্য করব, প্রতিশ্রুতি রাহুলের