বৃষ্টি কমলেও ঘাটাল ও দাসপুরে এখন ও জলের তলায় বহু গ্রাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2017 11:48 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পশ্চিম মেদিনীপুরে শীলাবতী নদীর জলস্তর নামতে শুরু করেছে। তবে ঘাটাল ও দাসপুরে বন্যা পরিস্থিতি একইরকম। আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ঘাটাল ও দাসপুরে এখন ও জলের তলায় বহু গ্রাম। ৪০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় ৬০০টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘাটাল মহকুমার ৮১টি মৌজা ও ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ড জলের তলায়। এছাড়া, দাসপুর ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV http://www.abpananda.abplive.in