Bangladesh News: অনুপ্রবেশের অভিযোগে কৃষ্ণগঞ্জে পাকড়াও ১ মহিলা-সহ বাংলাদেশের ৪ নাগরিক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রানিনগরে গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে কৃষ্ণগঞ্জে পাকড়াও ১ মহিলা-সহ বাংলাদেশের ৪ নাগরিক। সুরাতেও জালে বাংলাদেশি। উদ্ধার জাল প্যান-আধার। বাংলা-গুজরাতে জালে বাংলাদেশি
আরও খবর...
দূরপাল্লার ট্রেনের স্টপেজ এবং করোনাকালে বন্ধ হওয়া লোকাল ফের চালু করার দাবি, বীরভূমের নলহাটি স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। নলহাটি নাগরিক মঞ্চের ডাকে সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। অবরোধের জেরে রামপুরহাট স্টেশনে আটকে পড়েছে একাধিক লোকাল। অশান্তি এড়াতে RPF-এর পাশাপাশি, র্যাফ ও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নলহাটি নাগরিক মঞ্চের তরফে নলহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস ও হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের স্টপেজের দাবি জানানো হয়েছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
শোকজের পরও বেলাগাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জেলায় ফিরেই ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'প্রয়োজনে রেজিনগর, বেলডাঙা দুই কেন্দ্র থেকেই দাঁড়াব, জিতে দেখাব যে মুর্শিদাবাদের মানুষ কার সঙ্গে আছে। শোকজের সিদ্ধান্ত যাই হোক না কেন রাজনীতির ময়দান থেকে এক চুলও সরব না। দলীয় নেতাদের দড়ি টানাটানির কারণেই থমকে মুর্শিদাবাদের উন্নয়ন', ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।