২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ পেয়েও ফেরালেন রিষড়ার রিকশ চালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2017 09:21 PM (IST)
রাস্তায় ২ লক্ষ টাকা ভরা ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন। কিন্তু, ঘরে না গিয়ে সোজা চলে গেলেন থানায়। পুলিশ অফিসারদের হাতে তুলে দিলেন টাকা ভর্তি ব্যাগ। রিকশ চালকের সততার সাক্ষী হুগলির রিষড়া।