গুরুর শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন শিষ্য, রমাকান্ত আচড়েকরের শেষকৃত্যে চোখের জলের বাঁধ ভাঙল সচিন তেন্ডুলকরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jan 2019 07:42 AM (IST)
গুরুর শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন শিষ্য। রমাকান্ত আচড়েকরের শেষকৃত্যে চোখের জলের বাঁধ ভাঙল সচিন তেন্ডুলকরের। পাশে দাঁড়ানো সচিনের ছোটবেলার বন্ধু, আচড়েকরের আরেক ছাত্র বিনোদ কাম্বলির চোখেও তখন জল। এদিন আচড়েকরের শেষযাত্রায় কাঁধ দেন সচিন।