সল্টলেকে ফের আক্রান্ত পুলিশ, এএসআই-কে মারধর, গ্রেফতার ২
souravp@abpnews.in | 16 Aug 2019 01:39 PM (IST)
সল্টলেকে ফের আক্রান্ত পুলিশ। করুণাময়ী বাস স্ট্যান্ডে এএসআই-কে মারধর। গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, বাসের ভাড়া নিয়ে কনডাক্টরের সঙ্গে ২ যুবকের বচসা বাধে। কর্তব্যরত ওই পুলিশ অফিসার ঘটনাস্থলে গেলে হাতাহাতি শুরু হয়। মারধরের জেরে এএসআইয়ের নাক ফেটে যায়। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।