সল্টলেকে প্রাক্তন ইঞ্জিনিয়ার খুনের কিনারা, দফায় দফায় জেরার পর গ্রেফতার ভাড়াটে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2017 12:51 PM (IST)
খাস সল্টলেকে, প্রাক্তন ইঞ্জিনিয়রের খুনের ধরন দেখে সবাই শিউড়ে উঠেছেন! সবার মনে একটাই প্রশ্ন ঘোরা ফেরা করছিল, একজন মানুষ কীভাবে এতটা নৃশংস হয়ে উঠতে পারে??!! ২৪ ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের কিনারা করে পুলিশ জানিয়ে দিল, ব্যক্তিগত আক্রোশ, প্রতিহিংসা থেকেই খুন করা হয়েছে বছর ছাপ্পান্নর অভিজিৎ নাগ চৌধুরীকে!