সানন্দা শাড়ি উৎসব: কটন থেকে সিল্ক, তাঁত থেকে বুটিক, পুজোর আগেই পুজো-শপিং-এর সুযোগ
souravp@abpnews.in | 02 Aug 2019 07:21 AM (IST)
শহরে ফের শুরু সানন্দা শাড়ি উৎসব। এবার তৃতীয় বছর। বিড়লা অ্যাকাডেমিতে উত্সব চলবে আগামী তিন দিন।
শহরে ফের শুরু সানন্দা শাড়ি উৎসব। এবার তৃতীয় বছর। বিড়লা অ্যাকাডেমিতে উত্সব চলবে আগামী তিন দিন।