শ্যুটিংয়ের সময়ই বন্ধ করে দেওয়া উচিত ছিল পদ্মাবৎ, দাবি গিরিরাজ সিংহের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2018 07:57 PM (IST)
শ্যুটিংয়ের সময়ই পদ্মাবৎ বন্ধ করে দেওয়া উচিত ছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালীর। মহাত্মা গাঁধীর জীবন নিয়ে ছবি বানালে, তাতে কি কত্থক, ভাংড়া থাকবে? রানি পদ্মাবতী দেশের মর্যাদার প্রতীক। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের।