ঝাড়গ্রামের জঙ্গলে ড্রোনে বিশেষ ক্যামেরা লাগিয়ে রাতেও চলছে বাঘের খোঁজে তল্লাশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2018 10:09 PM (IST)
ঝাড়গ্রামে বাঘের খোঁজে তল্লাশি অভিযান চলছে রাতেও। এবার আনা হল বিশেষ ইনফ্রারেড ক্যামেরা। অন্ধকারে ছবি তুলতে সক্ষম এই ক্যামেরা। ড্রোনে এই বিশেষ ক্যামেরা লাগিয়ে মধুপুরের জঙ্গলে চলছে বাঘের খোঁজে তল্লাশি। পায়ের ছাপ দেখে বনকর্মীরা প্রায় নিশ্চিত যে, মধুপুরের জঙ্গলেই রয়েছে বাঘটি। এই তল্লাশির ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দর প্রতিনিধি সমিত সেনগুপ্ত