শিলিগুড়ি: কমার্স কলেজে ভর্তি করাতে এক কার্টন ‘বিয়ার’ দাবি, অভিযুক্ত টিএমসিপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2018 07:14 PM (IST)
কলেজে ভর্তিতে টাকার বদলে এবার ‘বিয়ার’। ভর্তি করাতে এক কার্টন বিয়ার দাবি। শিলিগুড়ি কমার্স কলেজের ছাত্রের বিরুদ্ধে অভিযোগ। অভিযুক্ত ছাত্রের নাম কুন্দন পাসোয়ান। কলেজের ছাত্র সংসদ টিএমসিপি পরিচালিত। অভিযুক্ত ছাত্রের সঙ্গে সংগঠনের যোগ অস্বীকার টিএমসিপি-র।