ভারতীয় দলে অনেক ম্যাচ উইনার রয়েছে, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2019 11:51 AM (IST)
বুধবার, বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তার আগে ভারতীয় দলের শক্তি বিশ্লেষণ করলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, ভারতে অনেক ম্যাচ উইনার। প্রথম তিনজনই তো ম্যাচ উইনার। তার ওপর শেষ প্রস্তুতি ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি ও কে এল রাহুলের ফর্ম ভরসা জুগিয়েছে। আইপিএল খেলে হয়ত কিছুটা ফেটিগনেস এসেছে দলে। কিন্তু, সেটা সমস্যা নয়। অন্যদিকে, ভারতের বোলিং এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। পেস বোলিংয়ের দায়িত্বে শামি, ভুবনেশ্বর ও বুমরাহ। স্পিন বিভাগের দায়িত্বে কুলদীপ-চহাল ‘কুলচা’ জুটি। এরাও ম্যাচ উইনার।