দেশি-বিদেশি তারকাদের টপকে আইলিগে মঙ্গলবারের নায়ক একজনই, মনিপুরের মিডফিল্ডার নংডাম্বা নাওরেম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2017 02:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দেশি-বিদেশি তারকাদের টপকে আইলিগে মঙ্গলবারের নায়ক একজনই। মনিপুরের মিডফিল্ডার নংডাম্বা নাওরেম। লাজং এফসি ম্যাচে বদলি হিসেবে নেমে ছয়জন ফুটবলারকে কাটিয়ে গোল নংডাম্বার। যা এখন ইতিমধ্যেই ভাইরাল। আলোচনা তুঙ্গে ভারতীয় ফুটবলে