ভবানীপুরে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে মোদীর ভিডিও কনফারেন্স সম্প্রচারে বাধা, বচসা লকেট, ‘তৃণমূলকর্মীদের’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jul 2018 04:17 PM (IST)
কলকাতা: ভবানীপুর থানা এলাকার রামময় রোডে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ওই ভিডিও কনফারেন্স হওয়ার কথা ছিল। বিজেপির তরফে সাধারণ মানুষের বসার জন্য রামময় রোডে ম্যারাপ বাঁধার কাজ চলছিল। সেসময় কয়েকজন এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এনিয়ে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। বিজেপির অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীরা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বানচাল করার জন্য বাধা দেয়। যদিও বিক্ষোভকারীদের দাবি, তাঁরা স্থানীয় বাসিন্দা।