দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে এবার তৃণমূল প্রার্থী ও স্থানীয় এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বামেদের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2018 04:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে এবার তৃণমূল প্রার্থী ও স্থানীয় আরেক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বামেদের বিরুদ্ধে। সকাল থেকে বাম-আশ্রিত দুষ্কৃতীদের অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানোরও অভিযোগ। তৃণমূলের অভিযোগ, আজ সকালে পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সভাপতি মিঠু জোয়ারদারের স্বামী রীতেশ জোয়ারদারকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে বাম-আশ্রিত দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গেলে তৃণমূল প্রার্থী শিবশঙ্কর মহান্তকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত ২ জনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে বামেরা। গতকাল বাম বিধায়ককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।