রথ আনলেও নরেন্দ্র মোদীকে বাংলা থেকে শূন্য হাতে ফিরতে হবে, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2018 01:39 PM (IST)
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার গ্রামে গ্রামে যে উন্নয়ন করেছেন, তাতে তিনটে কেন, তিরিশটা রথ নিয়ে এলেো ফিকে হয়ে যাবে। ১৯ জানুয়ারি ব্রিগেডে যে ঐতিহাসিক সমাবেশ হবে, তাতে নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি লজ্জায় যেতেই পারবেন না। আমরাই আমাদের প্রতিদ্বন্দ্বী। আর কেউ নেই। রথই আনুক আর যা-ই করুন, নরেন্দ্র মোদীকে বাংলা থেকে শূন্য হাতে ফিরতে হবে। এবিপি আনন্দের প্রতিনিধিকে জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।