দুর্ঘটনাকাণ্ডে আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2017 12:30 PM (IST)
দুর্ঘটনাকাণ্ডে আলিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। আজ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিষ্ট্রেটের এজলাসে জামিনের আবেদন জানান বিক্রম। দুপুর ২টো শুনানি। ২৯ এপ্রিস লেক মলের কাছে দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি। মৃত্যু হয় গাড়ির আরোহী মডেল সনিকা সিংহ চৌহানের। আহত হন অভিনেতা। গতকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। বিক্রমের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে টালিগঞ্জ থানার পুলিশ। অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে সনিকার পরিবারও।