ইন্দোনেশিয়ায় ফের সুনামি-আতঙ্ক, মৃত ১৬৮
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Dec 2018 03:51 PM (IST)
ইন্দোনেশিয়ায় ফের সুনামি-আতঙ্ক। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ১৬৮। জখম অন্তত ছ’শোর বেশি মানুষ। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে নটায়, জেগে উঠে আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি। অগ্নুত্পাতের ফলে সমুদ্রের নিচে তৈরি হয় ধস, তৈরি হয় সুনামি। কেঁপে ওঠে দক্ষিণ সুমাত্রা ও জাভার পশ্চিম প্রান্ত। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।