বৈঠক এড়াল সরকার, গরহাজির তৃণমূলও, অসন্তুষ্ট রাজ্যপাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2019 07:41 PM (IST)
শিলিগুড়িতে রাজ্যপালের বৈঠক এড়াল সরকার। তৃণমূলও গরহাজির। ভালভাবে নিচ্ছেন না, বোঝালেন রাজ্যপাল। বললেন, চলবে জেলায় জেলায় বৈঠক। বৃহত্তর ভূমিকা পালনের ইঙ্গিত। শিলিগুড়ি থেকে শুরু, জেলায় জেলায় আরও বৈঠক। জানিয়ে দিলেন রাজ্যপাল। বোঝালেন আইনি এক্তিয়ার।
রাজ্যপালের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় তৃণমূল। ‘নিরপেক্ষ নয়, বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল। পদে বসার ১৫দিনের মধ্যেই পক্ষপাতিত্বমূলক মন্তব্য। সরকারি অফিসার, দফতর সম্পর্কে রাজনৈতিক মন্তব্য। রাজ্যপালের সাংবিধানিক এক্তিয়ারের অপব্যবহার। প্রতিদিন রাজনৈতিক গিমিক বন্ধ করা উচিত’। রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের।
রাজ্যপালের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় তৃণমূল। ‘নিরপেক্ষ নয়, বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল। পদে বসার ১৫দিনের মধ্যেই পক্ষপাতিত্বমূলক মন্তব্য। সরকারি অফিসার, দফতর সম্পর্কে রাজনৈতিক মন্তব্য। রাজ্যপালের সাংবিধানিক এক্তিয়ারের অপব্যবহার। প্রতিদিন রাজনৈতিক গিমিক বন্ধ করা উচিত’। রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের।