ভেঙে ফেলার আগে টালা ব্রিজ ম্যাপিংয়ের সিদ্ধান্ত পূর্ত দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2019 02:39 PM (IST)
ভেঙে ফেলার আগে টালা ব্রিজ ম্যাপিংয়ের সিদ্ধান্ত। ব্রিজের ভূগর্ভস্থ এলাকা ম্যাপিংয়ের সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিল পূর্ত দফতর। ব্রিজের তলা দিয়ে গিয়েছে গ্যাস ও জলের পাইপলাইন। গিয়েছে বিদ্যুতের লাইন ও পয়ঃপ্রণালী। নতুন ব্রিজ তৈরির আগে সব বাঁচিয়ে কাজের জন্য ম্যাপিং। ৭ দিনের মধ্যে ম্যাপিং শেষের নির্দেশ পূর্ত দফতরের