সারদা মামলায় ফের আদালতে ধাক্কা, রাজীব কুমারের আগাম জামিনের আর্জি খারিজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Sep 2019 09:10 PM (IST)
সারদা মামলায় ফের আদালতে ধাক্কা রাজীব কুমারের। আগাম জামিনের আর্জি খারিজ করে দিল আলিপুর আদালত। ‘রাজীব কুমার পলাতক, আইনের রক্ষকই আইনভঙ্গকারী। তদন্তে সহযোগিতা করছেন না,’ আলিপুর আদালতে সওয়াল সিবিআইয়ের। ধোপে টিকল না রাজীবের আইনজীবীর সওয়াল।