রাজীব কুমার কোথায়? নবান্নে গিয়ে ডিজিকে চিঠি সিবিআইয়ের, কাল চিঠি মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2019 07:10 PM (IST)
‘রাজীবের খোঁজে’ এবার নবান্নে পৌঁছল সিবিআই। পুলিশ-প্রশাসনের ৩ শীর্ষকর্তাকে চিঠি সিবিআইয়ের। ৪টি চিঠি নিয়ে নবান্নে সিবিআইয়ের ২ প্রতিনিধি। ‘কোথায় আছেন রাজীব কুমার, জানতে চেয়ে চিঠি’, সিবিআই সূত্রে এমনটাই খবর। ডিজিপি-কে ২টি চিঠি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি। প্রথমে সিবিআইয়ের চিঠি নিতে রাজি হয়নি নবান্ন। ১৫ মিনিট অপেক্ষার পর ভিতরে ঢোকে সিবিআই। ডিজিপি-কে লেখা সিবিআইয়ের ২টি চিঠি নিল নবান্ন। ‘মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের চিঠি নিতে অপারগ’, অফিস বন্ধের কথা বলে জানানো হল নবান্নের তরফে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের চিঠি দিতে কাল নবান্নে সিবিআই।