অনুপম সিংহ হত্যা মামলায় দোষী সাব্যস্ত মনুয়া ও তাঁর প্রেমিক অজিত
souravp@abpnews.in
Updated at:
25 Jul 2019 12:52 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তর ২৪ পরগনার হৃদয়পুরের অনুপম সিংহ হত্যা মামলার রায় ঘোষণা। দোষী সাব্যস্ত স্ত্রী মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত রায়। আগামীকাল সাজা ঘোষণা।
২৩ মাস ধরে চলেছে মামলার শুনানি। সাক্ষ্য দিয়েছেন ৩১ জন। ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের সাক্ষ্যও গ্রহণ করা হয়। গত ১৫ জুলাই রায়দানের কথা থাকলেও, তা স্থগিত হয়ে যায়। অবশেষে, খুনের ঘটনার ২ বছর ২ মাস পর, আজ অনুপম সিংহ হত্যা মামলার রায় ঘোষণা করল বারাসাতের চতুর্থ ফার্স্ট ট্র্যাক কোর্ট।