বিদ্যুতের মাসুল বৃদ্ধি প্রতিবাদে বিজেপি যুব মোর্চার সিইএসসি-অভিযানে ধুন্ধুমার, পুলিশকে ইটবৃষ্টি, পাল্টা জলকামান-কাঁদানে গ্যাস

বিদ্যুতের মাসুল কমানোর দাবি। বিজেপি যুব মোর্চার সিইএসসি-অভিযানে ধুন্ধুমার। রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ। দফায় দফায় বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। মিছিল রুখতে পাল্টা লাঠিচার্জের অভিযোগ। বিক্ষোভকারীদের হঠাতে জল কামান ও কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ।
বিজেপি যুব মোর্চার মিছিল আটকাতে ৩টি ব্যারিকেড করে পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। দ্বিতীয় ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির দাবি, পুলিশি বাধায় ৫০ জন কর্মী আহত হয়েছেন।
পুলিশ সূত্রে দাবি, গোটা ঘটনায় ৬ জন পুলিশকর্মী জখম হয়েছেন। বড়বাজার থানার ওসি-র চোখে আঘাত লেগেছে।
রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু-সহ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মাসুল সবচেয়ে বেশি। বিদ্যুতের মাসুল কমানোর দাবিতে আজ সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউস অভিযান করে বিজেপির যুব সংগঠন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola