পশ্চিমবঙ্গে তৃণমূল-পরিচালিত হিংসাত্মক রাজনীতির তীব্র নিন্দা করছি: অমিত
যাঁর রোড শো ঘিরে মঙ্গলবার সন্ধেয় কলকাতা রণক্ষেত্র হয়ে ওঠে, সেই অমিত শাহ গোটা ঘটনার জন্য আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। বললেন, যে ধরনের হিংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যে করে চলেছে, তার তীব্র নিন্দা করছি। পশ্চিমবঙ্গের জনতার কাছে আমার আবেদন, হিংসার জবাব তাঁরা যেন ভোটগ্রহণের দিন শান্তিতে দেন। রাজ্য থেকে হিংসার পরিবেশ দূর করতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যূত করা প্রয়োজন। আমি নির্বাচন কমিশনের কাছেও আবেদন করব, শেষ দফা ভোটের আগে রাজ্যে যত তৃণমূলের গুন্ডাবাহিনী আছে, তাদের গ্রেফতার করা হোক।