ইস্তফার কথা শুনে কেঁদে ফেলেন চিদম্বরম, পদত্যাগের প্রস্তাব সর্বসম্মতভাবে খারিজ, রাহুলেই আস্থা অটুট কংগ্রেসের
ভোটে ভরাডুবি সত্বেও রাহুলেই আস্থা অটুট কংগ্রেসের। রাহুলের পদত্যাগের প্রস্তাব সর্বসম্মতভাবে খারিজ। সর্বসম্মতভাবে খারিজ করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। নেতা হিসেবে রাহুলই দলের পুনর্গঠন করুন, জানিয়েছে কংগ্রেস। ‘লোকসভার নেতা হতে পারি কিন্তু সভাপতি পদে আর নয়। সভাপতি পদে প্রিয়ঙ্কা নয়, অন্য কারও কথা ভাবুন। গাঁধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করা হোক’, বৈঠকে এমনটাই বলেন রাহুল গাঁধী। দাবি সূত্রের। রাহুলের ইস্তফার কথা শুনে কেঁদে ফেলেন চিদম্বরম। দাবি সূত্রের। রাহুলের নেতৃত্বেই খোলনলচে বদলাক দল, জানিয়েছে কংগ্রেস।
Tags :
Todays Special