অতি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ‘ফনি’, আগামীকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড় ‘ফনি’-র আজই গভীর থেকে অতি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূলে এসে প্রথমে উত্তর ও পরে উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে। অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে ওড়িশা উপকূলের কাছে এসে শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড় ‘ফনি’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘ফনি’-র প্রভাবে আগামীকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া।  ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারি বৃষ্টির পূর্বাভাস। ২ মে থেকে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ঘূর্ণিঝড় ‘ফনি’ সম্পর্কে ট্যুইটারে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola