প্রবল বৃষ্টিতে অসম-বিহারে বাড়ছে মৃত্যুর সংখ্যা, জলমগ্ন মুম্বই, আটকে ট্রেন, রাজস্থানে জলের স্রোতে ভেসে যাচ্ছিল শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2019 03:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বৃষ্টিতে ভাসছে ভারতের একটা বড় অংশ। অসম-বিহারে ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। ফের জোরাল বৃষ্টিতে গতকাল থেকে জলমগ্ন মুম্বই। ঠানের কাছে বদলাপুর স্টেশনের কাছে অতি বৃষ্টিতে ভেসেছে রেললাইন। রাত থেকে আটকে মুম্বই থেকে কোলহাপুরের মধ্যে যাতায়াতকারী মহালক্ষ্মী এক্সপ্রেস। ট্রেনে নেই প্যান্ট্রি কার। ৭০০-র উপর যাত্রী ছিলেন ট্রেনে। ছিল বহু শিশু ও সন্তানসম্ভবা মায়েরা। সকাল থেকেই উদ্ধারে ঝাঁপায় এনডিআরএফ। তবে সবচেয়ে চমকপ্রদ ছবি রাজস্থানের সিকারে। বৃষ্টির ফলে নদী হয়ে যাওয়া বরসানী নালায় স্কুলে যাওয়ার পথে জলের তোড়ে ভেসে যাচ্ছিলেন কয়েকজন শিশু। স্থানীয় দুই যুবক ঝাঁপিয়ে কোনওমতে উদ্ধার করে তাদের