বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল, দেওয়া হয়েছে এক ইউনিট রক্ত
উডল্যান্ডস ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, রাতভর নানা পরীক্ষা হয়েছে। হিমোগ্লোবিন কম থাকায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে এক ইউনিট রক্ত। তাঁর নিউমোনিয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময় অন্তর দেওয়া হচ্ছে বাই প্যাপ। রক্তচাপ নিয়ন্ত্রণে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেবের রাতে ভাল ঘুম হয়নি। তিনি বাড়ি ফিরতে চাইছেন বলে চিকিত্সকরা জানিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কবে ছাড়া হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড
Tags :
Todays Special