মোদিকে ফোন ইমরানের, দু-দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ পাক প্রধানমন্ত্রীর
মোদির শপথের আগে সুর নরম পাকিস্তানের। মোদির বিশাল জয়ের পর সুর নরম পাকিস্তানের। ফলপ্রকাশের দিন মোদিকে ট্যুইট ইমরান খানের। এবার মোদিকে ফোন করে শুভেচ্ছা পাক প্রধানমন্ত্রীর। দু-দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ। ‘দক্ষিণ এশিয়ায় শান্তিরক্ষায় একসঙ্গে কাজ করা প্রয়োজন’, মোদিকে ফোনে বার্তা ইমরান খানের। পাল্টা শান্তির জন্য সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরির ডাক মোদির। দারিদ্রমুক্তিতে একসঙ্গে কাজ করার বার্তা ইমরানকে।
Tags :
Todays Special