‘মা’ কাঁদছে, ‘মাটি’ রক্তাক্ত, ‘মানুষ’ ভয়ে আছে, পুরুলিয়ায় মোদির আক্রমণ, বাঁকুড়া থেকে মমতার জবাব, ‘২৩ তারিখ বিজেপির মৃত্যু ঘণ্টা বাজবে’
Continues below advertisement
বৃহস্পতিবার বাংলায় মোদি-মমতার দ্বৈরথ দেখল গোটা দেশ। পুরুলিয়া থেকে মমতাকে আক্রমণ করলেন মোদি। বাঁকুড়া থেকে পাল্টা জবাব দিয়েছেন মমতাও। তৃণমূলের মা মাটি মানুষ স্লোগানকে কটাক্ষ করে মোদি বলেন বাংলার মায়েরা সন্তানের নিরপত্তা নিয়ে চিন্তিত। মাটি মানুষের রক্তে রক্তাক্ত হয়েছে। বাংলার মানুষ ভয়ে আছে। প্রত্যুত্তরে মমতা বলেন, ভয় পাবেন না, “আগামী ২৩ তারিখ বিজেপির মৃত্যু ঘণ্টা বাজবে। রাজনৈতিকভাবে মৃত্যু হবে বিজেপির”।
Continues below advertisement