বাংলার পুজো কমিটিগুলিকে আয়করের নোটিসের প্রতিবাদে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
বাংলার পুজো কমিটিগুলিকে আয়করের নোটিসের প্রতিবাদে ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন, কর জমা দিতে বলে, একাধিক দুর্গাপুজো কমিটিকে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। আমরা আমাদের জাতীয় উৎসবগুলিকে নিয়ে গর্বিত। এই উৎসবগুলি সবার জন্য এবং আমরা কোনও পুজোকেই কর দিতে হোক এটা চাই না। এটা পুজো কমিটিগুলির উপর আলাদা করে বোঝা চাপাবে। বাংলার সরকার গঙ্গা সাগর মেলার থেকে কর তুলে নিয়েছে। দুর্গাপুজো বা দুর্গাপুজো কমিটিগুলির উপর চাপানো কর প্রত্যাহারের দাবি করছি। এই দাবিতে তৃণমূল কংগ্রেসের বঙ্গ জননী শাখা মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সুবোধ মল্লিক স্কোয়ারে ধর্নায় বসবে
Tags :
Todays Special