মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা, টুইটারে লিখলেন ‘আমি দুঃখিত’
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইট করে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অভিনন্দন। আমি সাংবিধানিক আমন্ত্রণ গ্রহণ করে আপনার শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু, আমি গত এক ঘণ্টায় সংবাদমাধ্যমে দেখলাম বিজেপি দাবি করছে বাংলায় রাজনৈতিক হিংসায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বাংলায় কোনও রাজনৈতিক খুন হয়নি। ব্যক্তিগত রেষারেষি, পারিবারিক বিবাদ কিংবা অন্য কোনও কারণে এই মৃত্যুগুলি ঘটে থাকতে পারে। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আমাদের কাছে এরকম কোনও রেকর্ডও নেই।
আমি দুঃখিত যে এই কারণ আমায় বাধ্য করল আপনার শপথগ্রহণ অনুষ্ঠানে না যেতে। এই শপথগ্রহণ অনুষ্ঠান গণতন্ত্রের একটি উৎসব। কোনও রাজনৈতিক দলের এই অনুষ্ঠানের মানকে নিচে নামিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করা উচিত নয়।
আমি দুঃখিত যে এই কারণ আমায় বাধ্য করল আপনার শপথগ্রহণ অনুষ্ঠানে না যেতে। এই শপথগ্রহণ অনুষ্ঠান গণতন্ত্রের একটি উৎসব। কোনও রাজনৈতিক দলের এই অনুষ্ঠানের মানকে নিচে নামিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করা উচিত নয়।
Tags :
Todays Special