জি ডি বিড়লা স্কুলের ছাত্রীর সুইসাইড নোট ঘিরে রহস্য, কী কী বিষয় ঘিরে ধোঁয়াশা, জানব
রানিকুঠির জি ডি বিড়লা স্কুলের ছাত্রী কৃতিকা পালের সুইসাইড নোট ঘিরে রহস্য দানা বেঁধেছে। গোয়েন্দা সূত্রে খবর, সুইসাইড নোটে আত্মহননের পথ বেছে নেওয়ার উল্লেখ থাকলেও, কী কারণে এই মর্মান্তিক পরিণতি, তা এখনও স্পষ্ট নয়।এমনকি চরম পথ বেছে নেওয়ার জন্য কাউকে দায়ী করেনি দশম শ্রেণির ওই কৃতী ছাত্রী। এছাড়া, সহপাঠীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, সকালে স্কুলে আসার পর থেকে পঞ্চম পিরিয়ডে সিক রুমে যাওয়া পর্যন্ত কৃতিকা হাসিখুশি, স্বাভাবিক ছিল। তদন্তকারীদের ধন্দ সেখানেই। তাহলে কী কারণে এমন পথ বেছে নিল ওই কিশোরী। তার সন্ধান পেতে ওই ছাত্রীর মোবাইলের কললিস্ট খতিয়ে দেখা হচ্ছে।
Tags :
Todays Special