রথযাত্রা উপলক্ষ্যে পুরীতে ভক্তের ঢল, হুগলির মাহেশেও লোকারণ্য, কলকাতায় রথ ইসকনের
souravp@abpnews.in
Updated at:
04 Jul 2019 03:51 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরথযাত্রা উপলক্ষ্যে সৈকত শহর পুরীতে ভক্তের ঢল। সকাল থেকেই লাখো মানুষের ভিড়। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ-- জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ প্রথমে পহণ্ডি৷ মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথে নিয়ে আসাকে স্থানীয় ভাষায় পহন্ডি বলে৷ পহণ্ডির পর তিন বিগ্রহকে ইতিমধ্যেই রথে তোলা হবে। প্রতিবারের মতো এবারও পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করবেন৷ এই রীতিকে বলা হয় ছেড়াপহরা৷ এরপর খিচুড়ি ভোগ খেয়ে দুপুর তিনটে নাগাদ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পুরী ছাড়াও দেশজুড়ে ধূমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা৷