আটকানোর চেষ্টা করায়, পুলিশকর্মীকে হিঁচড়ে নিয়ে গেল হেলমেটবিহীন বেপরোয়া বাইক-চালক, গুরুতর জখম কনস্টেবল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jul 2019 08:30 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের রাতের শহরে বেপরোয়া বাইক। হেলমেটবিহীন বাইক চালককে আটকানোর চেষ্টা করায়, পুলিশ কর্মীকে হিঁচড়ে নিয়ে গেলেন যুবক। গুরুতর জখম পুলিশ কর্মী। গতকাল রাত পৌনে ১১টা নাগাদ কড়েয়া এলাকায় সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে যৌথ অভিযান চালাচ্ছিল ইস্ট ট্রাফিক গার্ড ও কড়েয়া থানার পুলিশ।একটি শপিং মলের সামনে দিয়ে যাওয়ার সময়, হেলমেটবিহীন বাইক চালক এক বৃদ্ধকে ধাক্কা মারে। বাইক চালককে আটকানোর চেষ্টা করেন ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন ওরাং। অভিযোগ, বাইকের সঙ্গে হাত আটকে যাওয়ায়, ওই পুলিশ কর্মীকে প্রায় ১০০ মিটার হিঁচড়ে টেনে নিয়ে যান বাইক চালক। এরপর পুলিশ কর্মীকে ফেলে দিয়ে তিনি পালিয়ে যান। গুরুতর আহত পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে বাইক চালককে সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।