আমি আর কংগ্রেস সভাপতি পদে নেই, টুইটারে ঘোষণা রাহুলের, অন্তর্বর্তী সভাপতি মতিলাল ভোরা
‘হারের জন্য আমিই দায়ী, আরও অনেকেও দায়ী। কংগ্রেসের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা নিতে হবে। আমি আর কংগ্রেস সভাপতি পদে নেই। সভাপতি পদে আমি তো ইস্তফা দিয়েই দিয়েছি। কংগ্রেস সভাপতি কে হবেন, সিদ্ধান্ত নিক ওয়ার্কিং কমিটি’, ইস্তফা নিয়ে ৪ পাতার চিঠি ট্যুইটে রাহুল গাঁধীর। ‘ক্ষমতার লোভী হলে বিরোধীদের হারানো যায় না। আমাদের দেশের সবাই ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়। জন্মেছি কংগ্রেস, আজীবন কংগ্রেসেই থাকব: রাহুল। ট্যুইটার হ্যান্ডেল থেকে কংগ্রেস সভাপতির পরিচয় সরালেন রাহুল। ট্যুইটারে কংগ্রেস সদস্য, সাংসদ হিসেবে পরিচয় দিলেন রাহুল। রাহুলের ইস্তফাকে কটাক্ষ স্মৃতি ইরানির, লিখলেন ‘জয় শ্রীরাম’। কংগ্রেসের সম্ভাব্য অন্তর্বর্তী সভাপতি মতিলাল ভোরা।
Tags :
Todays Special