বিজেপির সঙ্গে সমঝোতা করেছিলেন মমতাই, কটাক্ষ রাহুলের
বাংলার মাটিতেই মমতাকে জবাব রাহুলের। কংগ্রেস তো কখনও বিজেপির হাত ধরেনি, আপনি ধরেছেন, তৃণমূলনেত্রীকে কটাক্ষ কংগ্রেস সভাপতির। বলেন, ‘মমতা বলছেন কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না। তাহলে রাফাল ইস্যু কে সামনে এনেছিল? চৌকিদার এখন কথা বলতে পারছে না, মুখ চুপসে গেছে। কংগ্রেস কখনও বিজেপির সঙ্গে সমঝোতা করেনি। বিজেপির সঙ্গে সমঝোতা করেছিলেন মমতাই।’ করণদিঘির সভা থেকে আক্রমণ রাহুল গাঁধীর।