Reporter Stories: নারদকাণ্ডে সৌগত রায় ও মদন মিত্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Sep 2019 04:01 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নারদকাণ্ডে এবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিলেন সৌগত রায় ও মদন মিত্র। সিবিআই সূত্রে খবর, নারদ তদন্তে তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। আজ তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে সিবিআই দফতরে ডাকা হয়। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পর সৌগত রায় বলেন, ২ বছর পর সিবিআই ডেকে পাঠিয়েছে। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে চার্জশিটের জন্য লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে কিনা, সে সম্পর্কে কিছু জানা নেই। সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ প্রতিনিধির মাধ্যমে চিঠি পাঠিয়ে শারীরিক অসুস্থতার কথা জানান। প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।