ABP News

Delhi Stampede : নয়াদিল্লির ঘটনায় আদৌ নড়ল রেলের টনক ! কোথায় নিরাপত্তা ? কোথায় নজরদারি ?

Continues below advertisement

ABP Ananda LIVE : নয়াদিল্লির ঘটনার ২৪ ঘণ্টা পার, তাও বদলায়নি ছবি। কুম্ভগামী ট্রেনে উঠতে হিমশিম যাত্রীরা। বারাণসী, পাটনাতেও একই ছবি। স্টেশনে স্টেশনে জনসুমদ্র। মধ্যপ্রদেশের কাটনি স্টেশনে প্রয়াগরাজের ট্রেনে উঠতে না পেরে গার্ডের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন যাত্রীরা।

Suvendu Adhikari : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'

রাজ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধ করার হয়েছে, আর সরকার তার মোকাবিলা করায় ব্যর্থ হয়েছে। এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি প্রস্তাবটি পাঠ করতে চান। তাঁকে সেই অনুমতি দেওয়া হয় । মুলতবি প্রস্তাব পাঠ করার পর বিজেপি বিধায়করা বিষয়টির উপর আলোচনা চান। কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দিলে তুমুল হইচই শুরু করেন বিজেপি বিধায়করা। ওঠে সরকার বিরোধী স্লোগান। বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ছোড়া হয় বলেও অভিযোগ। শুভেন্দু নিজেই বলেন, 'সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি'।  বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। তারপরই অধ্যক্ষের চেয়ারকে অপমান করার অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ককে। তারপর বিধানসভার বাইরেই প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলে বিজেপি। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগান তোলেন বিরোধী দলনেতা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram