বিশ্বকাপে মাইক্রোফোন হাতে সচিনের ‘অভিষেক’
সচিন মানে ক্রিজে ধ্রুপদী ব্যাটিংয়ের মহাকাব্য। ২৪ বছর ধরে বিশ্ব ক্রিকেট শাসন করার পর ভারতীয় ব্যাটিং জিনিয়াস এবার নতুন ভূমিকায়। ব্যাট ছেড়ে প্রথমবার হাতে তুলে নিলেন মাইক্রোফোন, এই প্রথমবার। ইংল্যান্ড বিশ্বকাপে এবার তাঁরও অভিষেক, অন্য চেহারায়। ধারাভাষ্য দিতে নামার আগে ঠিক কেমন অনুভূতি ছিল সচিনের? সচিন বলেন, ‘১৯৮৯-এ যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার নামি, তখন যে অনুভূতি হয়েছিল, এখনও তেমনই অনুভূতি হচ্ছে’।