বিধানসভাতেও শপথে স্লোগান-বিতর্ক, শপথের পর ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর, পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির
লোকসভার পর বিধানসভাতেও শপথে স্লোগান-বিতর্ক। শপথের পর ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর। শপথের পর পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির। সাংবিধানিক রীতি ভেঙে শপথে শব্দ প্রয়োগ। বিধানসভার রেকর্ড থেকে স্লোগানের অংশ বাদ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Tags :
Todays Special