নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতার দায় নিয়ে প্রদেশ সভাপতির পদ থেকে পদত্যাগ সোমেনের

প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন সোমেন মিত্র। লোকসভা নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ। রবিবার দিল্লি গিয়ে এআইসিসি-কে ইস্তফা পত্র দেন সোমেন মিত্র। কিন্তু এই মুহূর্তে এআইসিসি-র কোনও সভাপতি নেই। ফলে ইস্তফাপত্র কে গ্রহণ করবেন তা নিয়ে সমস্যা দেখা দেয়। এরপর গৌরব গগৈ-এর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন সোমেন। গৌরব গগৈ তাঁকে আপাতত বিষয়টি স্থগিত রাখতে অনুরোধ করেন। সভাপতি হিসাবে কেউ দায়িত্ব নিলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপাতত তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সোমেন। নতুন সভাপতি হলে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে ইস্তফা পত্র।

JOIN US ON

Whatsapp
Telegram