সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন এসএসকেএম-এ
কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন এসএসকেএম-এ। হাওড়ার অঞ্জনা ধুমির হৃদযন্ত্র পেলেন নদিয়ার মৃন্ময় বিশ্বাস। রোগিণীর লিভার পাচ্ছেন বারাসাতের বাসিন্দা রিনা শী। এসএসকেএমে আরও একজনের শরীরে অঞ্জনার কিডনি প্রতিস্থাপন চলছে। গতকাল আন্দুল রোডে একটি বেসরকারি হাসপাতালে ব্রেনডেথ হয় হাওড়ার ওই বাসিন্দার। পরিবারের পক্ষ থেকে চিকিত্সকদের কাছে অঙ্গদানের ইচ্ছা প্রকাশ করা হয়। সাতসকালেই এসএসকেএম থেকে চিকিৎসকের দল পৌঁছে যান ওই বেসরকারি হাসপাতালে। রোগিণীর হৃদযন্ত্র, লিভার ও একটি কিডনি গ্রিন করিডর করে আজ সকালে আনা হয় এসএসকেএমে। অঞ্জনা ধুমির অপর কিডনি আন্দুল রোডের হাসপাতালে একজনের শরীরে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে। ওই রোগিণীর ত্বক আনা হয়েছে এসএসকেএমের স্কিন ব্যাঙ্কে। কর্নিয়াও আনা হয়েছে মুকুন্দপুরের এক চক্ষু হাসপাতালে। সব মিলিয়ে অঞ্জনা ধুমির শরীর থেকে উপকৃত হচ্ছেন পাঁচজন
Tags :
Todays Special