‘আজকের পৃথিবীতে খুব কম লোকই দেব হতে পারে’, ‘সঞ্চালক’ রুক্মিনীকে নিজের লড়াইয়ের কথা বললেন তারকা সাংসদ
সালটা ছিল ২০১৪। ঘাটাল থেকে দেবকে প্রার্থী করে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে সাংসদ হয়েছিলেন টলি অভিনেতা। এরপর কেটে গিয়েছে ৫ বছর। ঘাটাল থেকে ফের প্রার্থী হয়েছেন দেব। ঘাটাল নিয়ে কী ভাবছেন দীপক অধিকারী ওরফে দেব? এক্সক্লুসিভ সাক্ষাত্কার নিলেন রুক্মিনী মৈত্র।
নিজে কুকথার রাজনীতি করেন না। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কুকথা বলুন সেটাও তিনি একেবারেই চান না। রাজনীতিতে এসেছেন কিছু করে দেখাতে। ঘাটাল নয় সারা ভারতেই উন্নয়ন চান দেব।